সিলেটে ছিনতাই করে ঢাকায় পালিয়ে গিয়েও রক্ষা হলনা

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

সিলেটে ছিনতাই করে ঢাকায় পালিয়ে গিয়েও রক্ষা হলনা

ডায়াল সিলেট ডেস্ক:: সিলেটে ছিনতাই করে ঢাকায় পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি মোহাম্মদ আলীর। ঢাকায় গিয়ে আবার শুরু করে ইয়াবা ব্যবসা। ঢাকার যাত্রাবাড়ি পুলিশের হাতে গ্রেফতার হয় ইয়াবা বিক্রির দায়ে। সিলেটের পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে সিলেটে ছিনতাইর অন্যতম এই আসামি ঢাকায় গ্রেফতার হয়েছে।

আলীর বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা থানার চিটারচর গ্রামে । তার পিতার নাম ইউনুছ মাতব্বর।

গত ২৯ আগস্ট আম্বরখানা হতে রিক্সা যোগে নগদ ছয় লাখ টাকা নিয়ে বাসায় যাচ্ছিলেন হাজী সালেহ আহমেদ নামের এক ব্যক্তি। বাসায় যাওয়ার পথে রাত্র ৯ টার সময় সাগরদিঘীরপাড় এলাকায় অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী ধারালো চাকু ও চাপাতি দিয়ে আঘাত করে ছয় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে দক্ষিন সুরমার মোগলাবাজারের কুচাই মাঝপাড়া গ্রামের রুমন,রুহেল,জাকির হুসেনকে গ্রেফতার করে পুলিশ। ঢাকা থেকে আলীকে সিলেটে নিয়ে আসার পর আদালতে নেয়া হয়। মঙ্গলবার সিলেটের আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়। আদালতে সেসহ মোট চারজন মিলে ছিনতাই করে বলে স্বীকারোক্তি দেয়।

0Shares