প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মে ৩১, ২০১৮
ডায়াল সিলেট ডেস্ক :: ৩০ শে মে থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ ইং। তবে বাংলাদেশের দর্শকদের অপেক্ষা করতে হবে ২ জুন পর্যন্ত।
১৯৯২ সালের পর আবারো বিশ্বকাপে ফেরত এসেছে রাউন্ড-রবিন পদ্ধতি, এতে গ্রুপ পর্বের প্রতিটি দল প্রত্যেক দলের সাথে খেলবে।
সে হিসেবে বাংলাদেশ বিশ্বকাপের প্রথম পর্বেই খেলবে নয়টি ম্যাচ। চলুন এক নজরে দেখে নেই বিশ্বকাপে বাংলাদেশের সময়সূচী।
তারিখ প্রতিপক্ষ ভেন্যু বাংলাদেশ সময়
২রা জুন — দক্ষিণ আফ্রিকা — কেনিংটন ওভাল, লন্ডন — বিকাল ৩.৩০ মিনিট
৫ই জুন — নিউজিল্যান্ড –কেনিংটন ওভাল, লন্ডন — সন্ধ্যা ৬.৩০ মিনিট
৮ই জুন — ইংল্যান্ড — সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ — বিকাল ৩.৩০ মিনিট
১১ই জুন — শ্রীলংকা — কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল — বিকাল ৩.৩০ মিনিট
১৭ই জুন — ওয়েস্ট ইন্ডিজ — TCA কাউন্টি গ্রাউন্ড, টনটন — বিকাল ৩.৩০ মিনিট
২০শে জুন — অষ্ট্রেলিয়া — ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম — বিকাল ৩.৩০ মিনিট
২৪শে জুন — আফগানিস্তান — রোজ বোল, সাউদাম্পটন — বিকাল ৩.৩০ মিনিট
২রা জুলাই — ভারত — এজবাস্টন, বার্মিং হ্যাম — বিকাল ৩.৩০ মিনিট
৫ই জুলাই — পাকিস্তান — লর্ডস, লন্ডন — বিকাল ৩.৩০ মিনিট
এর আগে অবশ্য বাংলাদেশ ভারত ও পাকিস্তানের সাথে একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে কার্ডিফে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech