“দ্বীন-দ্যা ডে” নামে নতুন সিনেমা তৈরি হতে যাচ্ছে বাংলাদেশ ও ইরানের যৌথ পরিচালনায়।

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জুন ১, ২০১৮

“দ্বীন-দ্যা ডে” নামে নতুন সিনেমা তৈরি হতে যাচ্ছে বাংলাদেশ ও ইরানের যৌথ পরিচালনায়।

ডায়াল সিলেট ডেস্ক :: বাংলাদেশ ও ইরানের যৌথ পরিচালনায় নির্মিতব্য “দ্বীন-দ্যা ডে” সিনেমার শুটিং চলছে বলে জানিয়েছেন প্রযোজক ও নায়ক অনন্ত জলিল।

ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় এ সিনেমা নির্মাণের ব্যাপারে ইরানের ফারাবী সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলীরেজা তাবেশের সঙ্গে আলোচনায় বসেন অনন্ত জলিল।

গত ১৮ জুন ইরানের তেহরানে ফারাবী ফাউন্ডেশনের কার্যালয়ে তাদের মধ্যে এ আলোচনা সম্পন্ন হয়। এরপর অনন্ত তার ফেসবুকের ভেরিফায়েড পেজে স্ট্যাটাসের মাধ্যমে জানান, ইরানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণ করবেন তিনি।

জানা গেছে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের উপর যে নির্যাতন করা হচ্ছে, তা তুলে ধরা হবে এই সিনেমাতে।

ছবিতে অনন্ত জলিল নিজে অভিনয় করবেন, তার সঙ্গে অভিনয় করবেন উনার স্ত্রী বর্ষা ও নবাগত সুমন ফারুক সহ ইরান ও লেবাননের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী। ইরানে অনেক নয়নাভিরাম ও সুন্দর স্থান রয়েছে যেখানে ছবির জন্য প্রয়োজন বলে সেখানে শুটিং করতে ইচ্ছুক অনন্ত জলিল।

0Shares