প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামে ৫ বছরের শিশু তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় ১৪৪ ধারায় জবানবন্ধীর জন্য ২ স্বজনকে বিকেল পোনে চারটায় জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে।
বিশেষ সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে পুলিশ সুপার মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে এই হত্যাকান্ড মামলা সংক্রান্ত কথা বলবেন।
জিজ্ঞাসাবাদের জন্য আটক অন্য সদস্যরা এখনো পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
এর আগে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তুহিনের বাবা আবদুল বছির, চাচা আবদুল মছব্বির, জমশেদ, জাকিরুল, চাচা নাছির উদ্দিন, প্রতিবেশী আজিজুল ইসলাম, চাচি খায়রুননেছা ও চাচাতো বোন তানিয়াসহ সাতজনকে আটক করা হয়েছিল।
উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাতে উপজেলার রাজানগর ইউনিয়নের কাজাউড়া গ্রামে রাতের আধারে ঘর থেকে তুলে নিয়ে তুহিন নামক ৫ বছরের শিশুকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়। ঘাতকরা তার লাশটি রাস্তার পাশের একটি গাছের সাথে ঝুলিয়ে রেখে লিঙ্গ কেটে নিয়ে যায়, দুটি কান কেটে একটি রাস্তায় ফেলে রাখে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech