শ্রীমঙ্গলে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় ৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

শ্রীমঙ্গলে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় ৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

ডায়াল সিলেট ডেস্ক:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় ৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় তিন ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

মৌলভীবাজার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মৌলভীবাজার ডিবি পুলিশের একটি টিম শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড, হবিগঞ্জ রোড, নতুন বাজার, পূর্বাশা ও শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করে।

এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে তিন জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মর্ডান স্টোরের মালিক মাসুদ আলী, লোকনাথ স্টোরের মালিক সুমন, হবিগঞ্জ রোডস্থ এপি ম্যানসন মার্কেটের সাইনবোর্ড বিহীন দোকানের মালিক নৃপেন্দ্র বৈদ্য।

এ ব্যাপারে পরিবেশ আইনে মামলা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

0Shares