সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানায় চুরির অভিযোগে গ্রেফতার ২ কর্মকর্তা

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানায় চুরির অভিযোগে গ্রেফতার ২ কর্মকর্তা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল সার কোম্পানির চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই কর্মকর্তাকে। গ্রেফতারকৃতরা হচ্ছেন কারখানার হিসাব কর্মকর্তা মোঃ রাশেদ নিজাম ও উপ-নিরাপত্তা পরিদর্শক মোঃ শামিমুল ইসলাম।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গত ৯ই মে গভীর রাতে কারখানার জেনারেল স্টোর রুম থেকে ৮টি মাইক্রোবাসের টায়ার, ১টি মিনি বাসের টায়ার, ৫টি কারের টায়ার ও ১টি বাইসাইকেল চুরি হয়। এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করেন কারখানার কর্তৃপক্ষ। ঐ মামলায় তৎকালীন নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

পরবর্তীতে আজ সোমবার (১৪ অক্টোবর)দুপুরে এই দুই কর্মকর্তাদের সন্দেহজনকভাবে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তারা কারখানার নিরাপত্তা বিষয়ক প্রশ্নের কোন সদুত্তর দিতে না তারা এ মামলায় জড়িত সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান চুরি সংঘটিত হওয়ার সময় গ্রেফতারকৃতরা কারখানার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ