প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক:‘আমরা একসঙ্গে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করেছি। যা করতে বলেছি, তারা তা-ই করেছে। কিন্তু বিপদের সময় আমরা তাদের ত্যাগ করেছি। তাদেরকে মৃত্যুর দরজায় ঠেলে দিয়েছি। আমরা বিশ্বাসঘাতকতা করেছি। এটা আসলেই আমাদের জন্য ভালো বিষয় নয়, অত্যন্ত লজ্জার।’
ছবি: সংগৃহীত
‘আমরা একসঙ্গে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করেছি। যা করতে বলেছি, তারা তা-ই করেছে। কিন্তু বিপদের সময় আমরা তাদের ত্যাগ করেছি। তাদেরকে মৃত্যুর দরজায় ঠেলে দিয়েছি। আমরা বিশ্বাসঘাতকতা করেছি। এটা আসলেই আমাদের জন্য ভালো বিষয় নয়, অত্যন্ত লজ্জার।’
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুর্দি নীতিতে এভাবেই গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন সেনারা।
ওয়াশিংটনের এমন ‘মীরজাফরি’ কাণ্ডে ভবিষ্যতে মিত্র রাষ্ট্র-পক্ষগুলো কিংবা সম্ভাব্য কোনো অংশীদার যুক্তরাষ্ট্রের ওপর আস্থা বা বিশ্বাস রাখতে চাইবে কিনা তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা।
চলতি মাসের প্রথম দিকে (৯ অক্টোবর) তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরে কুর্দি নিয়ন্ত্রণাধীন অঞ্চলে ‘অপারেশন পিস স্প্রিং’ নামে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। এ অভিযানের মাধ্যমে অঞ্চলটি থেকে আইএস জঙ্গি ও কুর্দি বিদ্রোহীদের বিতাড়িত করে সেখানে একটি ‘সেফ জোন’ বা নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় আঙ্কারা।
তুর্কি কর্মকর্তারা বলছেন, এ ‘সেফ জোনে’ গত কয়েক বছর ধরে তুরস্কে থাকা ৩৬ লাখ সিরীয় শরণার্থীর পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এতদিন কুর্দিদের লালন-পালন করে এলেও তুর্কি অভিযানের আগে আগে ওই অঞ্চল থেকে ৫০ মার্কিন সেনার একটি ইউনিট প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন ট্রাম্প।
মার্কিন সেনা প্রত্যাহারকে অভিযানের ‘সবুজ সংকেত’ হিসেবে নিয়ে অভিযানের ঘোষণা দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে ‘পিছন থেকে ছুরি মারার’ সঙ্গে তুলনা করছেন কুর্দি নেতারা।
তুরস্কের সামরিক অভিযানের মুখে কুর্দিদের সহযোগিতায় ট্রাম্প প্রশাসনের এই অস্বীকৃতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন মার্কিন সেনাবাহিনী ও প্রতিরক্ষা বিভাগের অনেক কর্মকর্তাই। এটাকে যুদ্ধক্ষেত্রের বহুদিনের বন্ধুদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে ময়দানে সরাসরি যুদ্ধ করা মার্কিন যোদ্ধারা।
যুক্তরাষ্ট্রের আইএসবিরোধী যুদ্ধে কুর্দিদের গুরুত্বপূর্ণ ভূমিকা সত্ত্বেও তাদের সঙ্গে ট্রাম্পের আচরণে ‘তাজ্জব’ হয়েছেন সেনাবাহিনীর বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাও।
নাম প্রকাশ না শর্তে সিএনএনকে এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, কুর্দিদের বিরুদ্ধে তুর্কি অভিযান শক্ত হাতে ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিংবা তিনি কিছুই করেননি। এর মানে তিনি অভিযান চালাতে ‘সবুজ সংকেত’ দিয়েছেন।
আরেক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ‘কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এমন একটি শক্তির সঙ্গে লড়ছে যারা তাদের জনগণকে নিশ্চিহ্ন করে ফেলতে চায়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech