প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯
জগন্নাথপুর প্রতিনিধি সুনামগঞ্জের জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, মোহাজিদপুর গ্রামের রানু খান একই গ্রামের জাহির মিয়া পক্ষের লোকজনের মধ্যে গ্রামের বুইয়া বিল নিয়ে বিরোধ চলছিল। রোববার সকাল ১১টায় বিরোধপূর্ণ বিলে রানু খানের পক্ষের লোকজন মাছ ধরতে গেলে এ সময় প্রতিপক্ষের লোকজন বাঁধা দেয়।এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন।
আহতরা হলেন রানু খান (৫৫), কবির খান (২৫) হামিম মিয়া (৫৫), লেবু খান (৫০), আব্দুল বাছিত (৫২), আব্দুল কাহার (২৮), আনছার খান (৬০) ও ইব্রাহিম খান (১৮)। তাদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ বলেন, মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জগন্নাথপুর থানার এসআই রফিক জানান, পরিস্থিতি এখন শান্ত। তবে থানায় কোন পক্ষে অভিযোগ দায়ের করেনি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech