রোনালদোর গোলে লীগে জুভেন্টাসের টানা পঞ্চম জয়

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

রোনালদোর গোলে লীগে জুভেন্টাসের টানা পঞ্চম জয়

স্পোর্টস ডেস্ক:শনিবার জুভেন্টাস স্টেডিয়ামে বোলোনিয়াকে ২-১ গোলে হারিয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেলো স্বাগতিকরা। আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের হয়ে গোল পাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো এদিনও জালে বল জড়িয়েছেন।
ইতালিয়ান সিরি ‘আ’ তে নিজেদের দাপট বজায় রেখে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস। ঘরের মাঠে খেলতে নামার আ গে রোনালদোকে সাতশ গোলের মাইলফলক ছোঁয়ার জন্য ‘৭০০’ লেখা জার্সি উপহার দেয় ক্লাব কর্তৃপক্ষ।

এদিন মাঠে নেমে খেলার ১৯তম মিনিটে আটশ গোলের পথে যাত্রা শুরু করেন এই পর্তুগিজ তারকা। তার এই গোল শোধ করতে বেশি সময় নেননি অতিথিরা। বোলোনিয়ার ডিফেন্ডার দানেলা লারেনজিইরা সতীর্থের হেডে বল পেয়ে কোনাকুনি শটে ২৬তম মিনিটে গোল করেন। প্রথমার্ধে ১-১ স্কোরলাইনে শেষ হয় খেলা। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে জুভেন্টাসের হয়ে জয়সূচক গোল করেন পিয়ানিচ। শেষদিকে অতিথিরা গোলের সুযোগ পেলেও বার এবং জিয়ানুইলজি বুফনের বাঁধায় ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে বোলোনিয়া।

এই জয়ের ফলে শীর্ষস্থান মজবুত হয়েছে জুভেন্টাসের।
আট ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ২২। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ১৮। তবে তারা এক ম্যাচ কম খেলেছে।

0Shares