বড়লেখায় পুড়ানো হলো ১৫’শ মিটার বাধজাল

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯

বড়লেখায় পুড়ানো হলো ১৫’শ মিটার বাধজাল

বড়লেখা প্রতিনিধি:: হাকালুকি হাওরের মৌলভীবাজারের বড়লেখা অংশে কৈয়ারকোনা অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে জব্দকরা ১৫’শ মিটার বাধজাল ও ফিক্সড নেট পুড়িয়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জালগুলো জব্দ করেন। এসময় একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা। অভিযানের সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, হাকালুকি হাওরের বড়লেখা অংশে কৈয়ারকোনা অভয়াশ্রম এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বিভিন্নধরনের জাল দিয়ে মাছ শিকার করে আসছিলো। এ বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এরপরই গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।

এসময় প্রায় ১৫০০ মিটার অবৈধ বাধজাল ও ফিক্সড নেট জব্দ করা হয় এবং একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।

0Shares