প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯
কে.এ.রাহাত. গোয়াইনঘাট :: ইউনিয়ন ভিত্তিক মেধাবৃত্তি পরীক্ষা শিশু-কিশোরদের মেধা বিকাশে অনন্য ভূমিকা রাখে বলে মন্তব্য করেন গোয়াইনঘাট উপজেলা শিক্ষা অফিসার (সহকারী) আশরাফুল ইসলাম।
রবিবার ২৭শে অক্টোবর সকাল ১০ টায় ইউনিয়নের রহা সর.প্রাথ.বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদ’র ১ম ইউনিয়ন ব্যাপী শিশু মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধাবী খুঁজে বের করে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদ ডৌবাড়ী, গোয়াইনঘাট, সিলেট র ১ম মেধাবৃত্তি পরীক্ষা ডৌবাড়ী ইউনিয়নে অবস্থিত ১৬টি বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১০০ জন শিক্ষার্থী এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
গোয়াইনঘাট উপজেলা শিক্ষা অফিসার মো.আশরাফুল ইসলাম (সহকারি) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী মুখগুলোকে খুঁজে বের করে সন্ধানী ছাত্রকল্যাণ এ মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। মেধাবৃত্তি পরীক্ষা শিশু-কিশোরদের মেধা বিকাশে অনন্য ভূমিকা রাখে। আশা করি, আগামীদিন এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা ও জ্ঞান দেশ, জাতি, সমাজের কল্যাণে নিবেদিত করবে।
বিশ্বজুড়ে প্রতিভাবান বাঙালীরা স্বাক্ষর রাখছেন স্বীয় মেধা, যোগ্যতা আর প্রতিভার। বিশ্বব্যাপী শত শত দৃষ্টান্তের মালিক এখন বাঙালীরা। সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদ এই সংগঠক খুঁজে বের করতে চায় জাতির এ মেধাবী মুখগুলোকে।
এবছরের ন্যায় ধারাবাহিকভাবে আগামিতেও এরকম মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করার দাবি জানান উক্ত মেধাবৃত্তি পরিক্ষার পরিক্ষা নিয়ন্ত্রক বলেশ্বর (সপ্রাবি) প্রধান শিক্ষক মাস্টার রইছ উদ্দিন।
মেধাবৃত্তি পরিক্ষার কেন্দ্র সচিব রহা (সপ্রাবি) প্রধান শিক্ষক মাস্টার তাজ উদ্দিন বলেন, সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদের এই আয়োজনে আমরা মুগ্ধ। এই সংগঠন মানব কল্যাণে যে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়।
এই সংগঠনের সকল সমস্যা সমাধানে সবসময় পাশে থাকবেন বলে আশ্বাস দেন লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা গোলাম মিয়া।
এছাড়াও মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন হাটগ্রাম (সপ্রাবি) প্রধান শিক্ষক আব্দুল্লাহ,লামাদুমকা (সপ্রাবি) প্রধান শিক্ষক পংকজ দাস,ডৌবাড়ী (সপ্রাবি) প্রধান শিক্ষক আব্দুস সামাদ,নিহাইন (সপ্রাবি) প্রধান শিক্ষক ফয়ছল আহমদ, হাতিরকান্দি (বেসপ্রাবি) প্রধান শিক্ষক মহসিন উদ্দিন, যুবলীগ নেতা ইমরান আহমদ, সাংবাদিক কে.এ.রাহাত, সিরাজ উদ্দিন কামালি, আমিনুর রশিদ জসিম, আঙ্গুর মিয়া।
উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আল-আমিন, বর্তমান সভাপতি সাদিকুর রহমান, সাধারন সম্পাদক আসআদ হোসেন সাকিল,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাহিয়ান, সহ-সভাপতি মহসিন উদ্দিন, সাকিল আহমদ,যুগ্ন-সম্পাদক বিলাল উদ্দিন, অর্থ সম্পাদক রুহুল আমিন সাদিক, সহ সাংগঠনিক কাওছার,মাসুম, দফতর সম্পাদক -সুহেল রানা, মিনহাজ উদ্দিন,এখলাছ উদ্দিন প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech