প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৯
ডায়ালসিলেট ডেস্ক:সিলেটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবর্ষ স্মরণ উৎসবের সমাপনী অনুষ্ঠানে আসছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শতবর্ষ আগে ১৯১৯ সালে সিলেটের মাটিতে পা রাখেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর এই আগমনের দিনটি উদযাপনে সিলেটে অনুষ্ঠেয় স্মরণোৎসবে আসার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার দরুন সিলেটে আসছেন না তিনি।
শুক্রবার (১ নভেম্বর) বালাগঞ্জ উপজেলা সদরস্থ এমএ খান অডিটোরিয়ামে আওয়ামী লীগের সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতিসম্প্রতি সিলেট আসার কোনো সম্ভাবনা নেই। আগামী কয়দিন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচী থাকায় সিলেটে আসবেন না । বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সিলেটে না আসার মানে এই নয় যে, তিনি রবীন্দ্র স্মরনোৎসব অবজ্ঞা করছেন। প্রধানমন্ত্রী নিজেও বাংলার ছাত্রী ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণোৎসবে আসার প্রবল আগ্রহ ছিল তার। কিন্তু রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে এ যাত্রায় তিনি আসতে পারছেন না। তবে পরবর্তীতে আসবেন।
এর আগে গত ২১ অক্টোবর নগরের হাফিজ কমপ্লেক্সে প্রেস ব্রিফিং করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রবীন্দ্র স্মরণোৎসবে আসার বিষয়টি জানিয়েছিলেন স্মরণোৎসব কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর ক্বিন ব্রিজ চত্বরে এবং ৭ ও ৮ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে স্মরোণৎসবের মূলপর্ব অনুষ্ঠিত হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech