বড়লেখায় ইয়াবাসহ দোকানী গ্রেপ্তার

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯

বড়লেখায় ইয়াবাসহ দোকানী গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি:মৌলভীবাজারের বড়লেখায় ইয়াবাসহ শ্রীবাস পাল (৩৫) নামের এক মুদি দোকানীকে গ্রেপ্তার করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। শ্রীবাস উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভট্টশ্রী গ্রামের মৃত বাবু লাল পালের ছেলে। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় শাহবাজপুর বাজারের তার দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবাসের দোকানে অভিযান চালানো হয়। এসময় তার দোকান তল্লাশি করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় থানায় শ্রীবাস পালের বিরুদ্ধে মামলা হয়েছে।

বড়লেখার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন শনিবার (২ নভেম্বর) বিকেলে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আদালতের মাধ্যমে তাকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

0Shares