ছাতকে এসএমসি কমিটি গঠনের দাবীতে শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯

ছাতকে এসএমসি কমিটি গঠনের দাবীতে শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও

ছাতক প্রতিনিধি:ছাতকের জালালীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি নির্বাচনের মাধ্যমে গঠনের দাবীতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও করার ঘটনা ঘটে।

রোববার ৩ নভেম্বর সকালে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে স্থানীয় অভিভাবকগণ নির্বাচনের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের দাবী জানান।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির একাধিক সদস্য অভিভবকরা জানান, প্রায় তিন মাস আগে চলমান কমিটির মেয়াদ উত্তীর্ন হয়েছে। মেয়াদ উত্তীর্নের পর থেকে স্থানীয় অভিভাবকরা নির্বাচনের মাধ্যমে অভিভাবক সদস্যসহ কমিটি গঠনের দাবী জানিয়ে আসছিলেন।

কমিটি গঠনের কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য অভিভাবকদের পক্ষ থেকে একটি আবেদন পত্রও শিক্ষা কর্মকর্তা বরাবরে দেয়া হয়েছে। সম্প্রতি নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে প্রেরনের কথা থাকলে প্রধান শিক্ষিকা অজ্ঞাত কারনে তা না করে ৪ নভেম্বর অভিভাবক সভা আহবান করেন।

এসময় গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল হক, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম ফজল, ভুমি দাতা সদস্য আব্দুল লতিফ, গিয়াস উদ্দিন মেম্বার, অভিভাবক সদস্য সফিক মিয়া, আহমদ আলী, জমির আলী, অভিভাবক মুক্তার আলী, আব্দুল লতিফ, নুর উদ্দিন, মোশাহিদ আলী, হারুন মিয়া, রুবেল মিয়া, আলিম উদ্দিন, মাহমুদ আলী, অলিল মিয়া, আব্দুল গফুর, আকতার উদ্দিন, হোসেন আহমদ, আব্দুল হাসিম, এখলাছ মিয়া, সুজন মিয়া, আব্দুল আওয়াল, আব্দুল গাফফার, পাখি মিয়া, আবুল কালাম, সিরাজ মিয়া, নজরুল হক, মোহাম্মদ আলী, আবুল মিয়া, ইসলাম আলী, হারুন অর রশীদ, ছুরত মিয়া, জয়নাল মিয়াসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস জানান, অভিভাবক সভা স্থগিত করে ভোটার তালিকা প্রেরনের জন্য প্রধান শিক্ষিকাকে বলা হয়েছে। নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হবে।

0Shares