ওসমানী নগরে বাসচাপায় স্কুল ছাত্র নিহত

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯

ওসমানী নগরে বাসচাপায় স্কুল ছাত্র নিহত

ডায়ালসিলেট ডেস্ক:ওসমানীনগরে বাসচাপায় নাজমুল ইসলাম ফাহিম (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। নিহত ফাহিম উপজেলার উছমানপুর ইউনিয়নের আটগাঁও গ্রামের মৃত গেদন মিয়ার ছেলে এবং তাজপুর মঙ্গলচন্ডী নিশি কান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
সোমবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর মহাবিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কে বাইকেলযোগে যাওয়ার পথে দ্রুতগতির একটি লোকাল মিনিবাস (সিলেট জ ০৪ ০১৪৯ ) তাকে চাপা দিলে চাকায়পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। তাৎক্ষণিক তাজপুর ফায়ার বিগ্রেডের কর্মীরা ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে। এঘটনায় বাসটি আটক করা সম্ভব হলেও চালক পলাতক রয়েছে।
জেএসসি পরীক্ষার্থী জাহেদুল ইসলাম জানায়, ফাহিম আমাদের সাথে এসেছিল। জেএসসি পরীক্ষা শেষ হওয়ার পর দেখি বাসের নিচে ফাহিমের মৃত দেহ। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে।

0Shares