প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে সিলেটে কমিউনিটি পুলিশিং ডে পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে সোমবার সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার কবি নজরুল অডিটরিয়াম গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন সিআইডির অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ গোলাম কিবরিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ পুলিশের বিভিন্ন থানার পুলিশ এবং কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech