দক্ষিণ সুরমায় বিদেশি রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯

দক্ষিণ সুরমায় বিদেশি রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী আটক

ডায়ালসিলেট ডেস্ক:সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে বিদেশী রিভলবারসহ মো. মোস্তাফিজুর রহমান (৩৩) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকাল ৪ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল দক্ষিণ সুরমার কদমতলী থেকে তাকে আটক করে। ধৃত অস্ত্র ব্যবসায়ী বালাগঞ্জ উপজেলার পাচাল গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।

তাকে দক্ষিণ সরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

0Shares