প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯
ডায়ালসিলেট ডেস্ক:হবিগঞ্জের বানিয়াচঙ্গে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফজল মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খাগাউড়া ইউনিয়নের হরিপুর গ্রামের এ ঘটনাটি ঘটে। নিহত ফজল মিয়া ওই গ্রামের বজলু মিয়ার পুত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের পিতা বজলু মিয়া জানান, একই গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র সালমান ও তাদের লোকজনদের দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জেরধরে সন্ধ্যায় সালমানের সাথে বাকবিতন্ডা হয় ফজল মিয়ার। এক পর্যায়ে সালমান ও মাখন, ছাদিক মিয়াসহ একদল উত্তেজিত হয়ে ফজলকে উপর্যপূরি ছুরিকাঘাত করে হত্যা করে। পরে তারা পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এরই জেরধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। অভিযুক্ততে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech