শ্রীমঙ্গলে ১শ লিটার চোলাই মদসহ আটক ১

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৯

শ্রীমঙ্গলে ১শ লিটার চোলাই মদসহ আটক ১

ডায়ালসিলেট ডেস্ক;মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৯,র সদস্যরা।

ধৃত দীনেশ কর্মকার (৩৫), শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান এলাকার মৃত মঞ্জু কর্মকারের ছেলে।

রোববার দুপুরে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শনিবার সন্ধ্যা সোয়া ৫টায় র‌্যাব-৯,র

শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মো. আব্দুল খালেক এর নেতৃত্বে থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করেন। এসময় শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা-বাগান রোড এলাকা থেকে ১শ লিটার দেশীয় চোলাই মদসহ দীনেশ কর্মকারকে আটক করেন।

0Shares