সিলেটে আয়কর মেলার উদ্বোধন

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

সিলেটে আয়কর মেলার উদ্বোধন

ডায়ালসিলেট ডেস্ক:করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে আজ (বৃহস্পতিবার) থেকে সারাদেশের মত সিলেটেও আয়কর মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে কর মেলার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান।

উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দিন দিন আয়কর দিতে মানুষ উদ্ধুব্ধ হচ্ছে।

সিলেটের কর কমিশনার রণজিৎ কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি কামরুল আহসান বিপিএম, এসএমপির কমিশনার গোলাম কিবরিয়া, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার গোলাম মুনির, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এ টি এম শোয়েব, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আবুল ফজল।

এবারের মেলার স্লোগান হচ্ছে ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এবং প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ