প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯
ডায়ালসিলেট ডেস্ক:আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা আদর্শের রাজনীতি করি। আমাদের ভুল ত্রুটি হতে পারে। কিন্তু আদর্শের শেকড় থেকে আমরা এক চুলও সরিনি, এক চুলও সরব না।শুক্রবার বিকালে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি -বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।ত্রি-বার্ষিক সম্মেলনে আগামী তিন বছরের জন্য সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মিসেস হাসিনা দৌলা এবং সাধারণ সম্পাদক হিসেবে মঞ্জুরুল আলম রাজীবের নাম ঘোষণা করেন।এ সময় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু নেই, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন, শেখ হাসিনা আজকে আমাদের মুক্তির সংগ্রামের কাণ্ডারি। আওয়ামী লীগে কোনো অস্থিরতা নাই। আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত। একজন নেতার পেছনে আমরা ঐক্যবদ্ধভাবে আছি। তিনিই আমাদের একমাত্র অভিভাবক।তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বে প্রতিযোগিতা আছে কিন্তু অসুস্থ প্রতিযোগিতা নেই। আজকে আওয়ামী লীগ থেকে কেউ যেতে চাইছে না। বরং আমরাই দূষিত রক্তগুলোকে বের করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন বিএনপির বড় বড় উইকেট পড়ে যাচ্ছে।বাঘা বাঘা নেতারা নেতিবাচক রাজনৈতিক জনগণের আস্থা হারিয়ে বিএনপি আজকে পথহারা পথিকের মতো দিশেহারা। বিএনপির নেতারও আজকে বিএনপির সঙ্গে থাকতে চাইছে না। বিএনপির আজকে আর কোন রাজনীতি নেই, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, বিএনপি আজ বাংলাদেশ নালিশ পার্টি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech