মুন্সী পাড়া আইনজীবি আরিফের মামলায় ৮ আসামীর সাজা

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯

মুন্সী পাড়া আইনজীবি আরিফের মামলায় ৮ আসামীর সাজা

ডায়ালসিলেট ডেস্ক:মুন্সী পাড়া আইনজীবি আরিফের মামলায় ৮ আসামীর সাজা হয়েছে বৃহ্স্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় সিলেটের অতিরিক্ত চীফ মেট্রো ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান ভুইয়ার আদালতে এ সাজার আদেশ প্রদান করা হয় ।সাজা প্রাপ্ত আসামীরা হলেন সাং(৩৩)মুন্সীপাড়ার মানিক মিয়ার পুত্র,মো.মনিরুজ্জামান (২৮),হাসান(২৫),সুজন(২২),রাজন(২৪)হুসেন(২০)মৃত.ইসমাইল মিয়ার পুত্র মানিক মিয়া(৫৫),বাগবাড়ীর আব্দুল হামিদের পুত্র কয়ছর(২৬)ও লাল মিয়া(৪০)বিজ্ঞ আদালত ৩০৭/৩২৬ ধারায় তাদের সর্ব্বোচ ৫ বছর করে ও বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।বাদী পক্ষে মামলা পরিচা্লনা করেন, সিনিয়র এড.মো.লালা,এড.সৈয়দ শামীম আহমদ, এড.আক্তার উদ্দিন আহমদ(টিটু)ও এড.আরিফ আহমদ।আসামী পক্ষে ছিলেন এড.জয়শ্রীত দাস।প্রসঙ্গত,র্পুব শত্রুতার জের ধরে গত(১৫/০৯/২০১১ দুপুর ২,ঘটিকার সময় মুন্সীপাড়ার মধুশহীদ পপুলার ডায়াগানিষ্টিক সেন্টারের সামনে মানিক মিয়া ও তার পুত্ররা হামলা চালিয়ে এড. আরিফ আহমদ, শরিফ আহমদও শফিক আহমদ কে মারধর গুরুত্বর জখম করে পালিয়ে যায়।কতোয়ালী জি আর মামলা নং(৮৯৮/১১)

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ