চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৭

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯

চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৭

ডায়ালসিলেট ডেস্ক:চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় একটি বাড়িতে গ্যাস লাইনে বিস্ফোরণে ৭ জনের মৃত্যুর খবর জানা গেছে। এতে আরও ৭ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বিস্ফোরণের পর একটি ভবনের দেয়াল ধসে পড়ে।

কোতোয়ালি থানার ওসি মো. মোহসিন জানান, রোববার সকালে পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের বড়ুয়া বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। ওই বাড়ি থেকে আহত বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, “রান্নাঘরের গ্যাস থেকে বিস্ফোরণ ও আগুনের কথা বলেছে ওই বাড়ির বাসিন্দারা। আমরা এখনও বিস্তারিত জানতে পারিনি।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম এই হতাহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হয়। পরে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য সাতজন হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের অবস্থা গুরুতর।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।

0Shares