বাংলা ট্রিবিউনের সাব এডিটর ফেঞ্চুগঞ্জের মনসুর আলীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯

বাংলা ট্রিবিউনের সাব এডিটর ফেঞ্চুগঞ্জের মনসুর আলীর লাশ উদ্ধার

ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাট্রিবিউনের সাব এডিটর সাংবাদিক মনসুর আলী (৩৩) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।

খিলগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার জুলফিকার আলী জানান, সন্ধ্যায় সাড়া না পেয়ে বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। ইতোমধ্যে আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মনসুরের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হচ্ছে।

মনসুর আলী ২০১৭ সালে বাংলা ট্রিবিউনে সাব এডিটর পদে যোগ দেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে ছিলেন।

তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কঠালপুর উত্তরপাড়ায়। তার আকস্মিক মৃত্যুতে বাংলা ট্রিবিউন পরিবার শোকাহত।

0Shares