প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯
ডায়ালসিলেট ডেস্ক :: বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীগণের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নয়নকরণের দাবি আদায়ের লক্ষ্যে সিলেট বিভাগীয় সম্মেলন- ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় সিলেট কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসাস) সিলেট জেলার উদ্যোগে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে উক্ত সম্মেলনের আয়োজন করা হয়।
বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মর্তুজ আলীর সভাপতিত্বে ও ধ্রুব গৌতম জ্যোতি দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ।
এসময় তিনি বলেন, সমিতির সকল নেতৃবৃন্দের দাবি সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ৩য় শ্রেণির কর্মচারীগণের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নয়নকরণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। এজন্য তিনি সমিতির সকলকে ধৈর্য্য ধরার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি আলহাজ¦ মো. আকবর হোসেন, মহাসচিব মো. আনোয়ার হোসেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব গোলাম মোস্তফা মুন্না, কালেক্টরেট সহকারী সমিতির আইন বিষয়ক সম্পাদক রইছ উদ্দিন, অতিরিক্ত মহাসচিব শরিফুল ইসলাম, হবিগঞ্জ জেলা সভাপতি আব্দুল কুদ্দুছ, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, সিলেট জেলার সভাপতি কামরুজ্জামান, সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক বিজিত ভূষন রায়, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, সহ সভাপতি সুযোগ চন্দ্র, সিলেট জেলা প্রশাসকের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিজাম উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন কালেক্টরেট সহকারী সমিতি সিলেট জেলার সাধারণ সম্পাদক আলীমুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য মুজিবুর রহমান ও গীতা পাঠ করেন সিলেট জেলার সহ সভাপতি সজল চন্দ্র আচার্য্য।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech