মৌলভীবাজার শহরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯

মৌলভীবাজার শহরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডায়ালসিলেট ডেস্ক: মৌলভীবাজার শহরে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের ঢাকা বাস ষ্ট্যান্ড সংলগ্ন পাগুলিয়া রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শহরের রঘুনন্দনপুর এলাকার আব্দুল লতিবের ছেলে জুনেল আহমদ (২২) ও চুবড়া এলাকার আব্দুল লতিফের ছেলে নাফি হোসেন (২৮)।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার অফিসার্স ইনচার্জ আলমগীর হোসেন জানান, ইয়াবা বিক্রয়কালে হাতেনাতে পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ওই সময় জুনেলের কাছে ৬০ পিছ ও নাফির কাছে ১০ পিছসহ মোট ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এঘটনায় মৌলভীবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করা হয়েছে।

0Shares