সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিপু গ্রেফতার

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিপু গ্রেফতার
ডায়ালসিলেট ডেস্ক : সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব-৯। বুধবার রাতে সিলেট নগরীর বালুচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

তিনি জানান, নিপুর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। গ্রেফতার নিপু শাহপরাণ থানার উত্তর বালুচরের মৃত ইয়াদ আলীর ছেলে।

0Shares