প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯
ডায়ালসিলেট ডেস্ক: : জার্মাতিতে উচ্চশিক্ষা গ্রহণে উচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের সুযোগ বাড়ছে মন্তব্য করছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদুত এইচ ই মি. পিটার ফারেনহোল্জ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে জার্মাান দুতাবাস ও আয়োজিত ‘হায়ার স্টাডিজ এন্ড বিয়োন্ড ফর জার্মানি’ শীর্ষক এক সেমিনারে একথা বলেন তিনি।
সেমিনারে মি. পিটার ফাহরেনহোল্জ বলেন, ‘চলতি বছরে বাংলাদেশ থেকে ১২০০ এর অধিক শিক্ষার্থী ও গবেষক জার্মানে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য পাড়ি জমিয়েছেন। যেখানে এ সংখ্যা গত বছরের তুলনায় ২০ শতাংশ থেকে উন্নীত হয়ে ৩০ শতাংশে পৌঁছিয়েছে। তিনি আরো বলেন, ‘জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য শিক্ষা ও গবেষণায় প্রচুর লোকবল নেওয়া হচ্ছে।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. আশ্রাফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেমিনার সমন্বয়ক ও আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) পরিচালক অধ্যাপক ড. মো. আলমগীর তৈমুর, জার্মান একাডেমিক একচেঞ্জ সার্ভিস (ডিএএডি) এর বাংলাদেশি প্রতিনিধি রুমানা কবির ও ঢাকাস্থ জার্মান দুতাবাসের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অফিসার তামারা কবীর।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech