দক্ষ বাংলাদেশি কর্মী নেবে জাপান : ইমরান আহমদ

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

দক্ষ বাংলাদেশি কর্মী নেবে জাপান : ইমরান আহমদ

ডায়ালসিলেট ডেস্ক :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারিত হচ্ছে। আগামী ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১৫টি ক্যাটাগরিতে দক্ষ কর্মী নেবে জাপান সরকার।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেটের সার্কিট হাউজে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য ও সচেতনতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি একথাগুলো বলেন।

কর্মসংস্থান মন্ত্রী বলেন, ‘লিবিয়া থেকে যারা ফেরত আসছে তারা অবৈধপথে সেখানে গিয়েছিল। যেহেতু তারা দেশে ফিরতে শুরু করেছেন সেহেতু সরকার তাদের সাহায্য করবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তাদের প্রত্যেককে ১ হাজার ৪শ ডলার করে সহায়তা প্রদান করবে।’

তিনি আরও বলেন, যদিও তারা অবৈধপথে বিদেশ গিয়েছিলো, ‘তারপরও তারা আমাদের দেশেরই সন্তান তাই তাদের যথাসাধ্য সহযোগিতা করবে সরকার।’

সম্প্রতি সৌদি আরবে নির্যাতিতা ৩৫ নারীর ভিডিও বার্তা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘তাদের উদ্ধারে সেখানকার হাই কমিশন কাজ করছে।’ ‘সরকার এই সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে’ বলেও জানান তিনি।

এছাড়াও ‘অবৈধভাবে বিদেশ পাঠানো ও জালিয়াতির অভিযোগে ১৬৬ টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে’ বলেও জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

0Shares