প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯
ডায়ালসিলেট ডেস্ক: সিলেটে প্রথমবারের মতো কলেজের শিক্ষার্থীদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। আগামী ফেব্রুয়ারিতে ২৪টি কলেজের অংশগ্রহণে এ টুর্নামেন্ট হবে। সম্ভাবনাময় ও প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে এ টুর্নামেন্ট হবে।
মঙ্গলবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির কোচ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজিন সালেহ, জাতীয় ক্রিকেট দলের পেসার ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী আবু জায়েদ চৌধুরী রাহী বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে লিখিত আকারে মূল বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং কমিটির আহবায়ক অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ। তিনি বলেন, ‘খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ দেহের, সুস্থ মানসিকতার মানুষ হিসেবে গড়ে ওঠে, পড়াশোনায়ও তাদের মনোযোগ বাড়ে। খেলাধুলা নেতৃত্ব গুণের বিকাশ ঘটায়। এছাড়া খেলাধুলা মাদক কিংবা খারাপ অভ্যাস থেকে মানুষকে দূরে রাখে।’
তিনি বলেন, ‘সিলেটে খেলাধুলার সুযোগ সীমিত, মাঠ ও সংগঠকের অভাব। একসময় সিলেট থেকে অনেকে জাতীয় পর্যায়ে দাপটের সাথে অংশ নিয়েছেন, বর্তমানে সেটা অনেকটাই কমে এসেছে। ব্যক্তিগত উদ্যোগে অনেকে বিভিন্ন একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন। একসময় নির্মাণ স্কুল ক্রিকেটে সিলেটের সব স্কুল অংশ নিত, এজন্য সবাই দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিত। নির্মাণ স্কুলের নবীন ক্রিকেটাররাই পরে জাতীয় পর্যায়ে ক্রিকেটে নেতৃত্ব দিত।’
মোকাম্মেল ওয়াহিদ বলেন, ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি নবীন ক্রিকেটারদের একটি বড় আকারের প্ল্যাটফর্মে সুযোগ দিতে চায়। সম্ভাবনাময় ও প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে তাদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে চায়। এজন্যই কলেজ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে শহরতলির বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসের বিশাল মাঠে এ টুর্নামেন্ট হবে। এতে ২৪টি কলেজের দল অংশ নেবে।’সংবাদ সম্মেলনে জানানো হয়, অংশগ্রহণকারী দলগুলোকে গ্রুপে ভাগ করে প্রাথমিকভাবে লিগভিত্তিক খেলা হবে। পরে শীর্ষ ৮টি দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। এরপর সেমিফাইনাল ও ফাইনাল হবে। প্রতিটি ম্যাচ ১০ ওভারের ও সফট বলে হবে। প্রতিটি দলে ১১ জন খেলোয়াড় অংশ নিতে পারবে। টুর্নামেন্টে এন্ট্রি ফি এক হাজার টাকা রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দল ট্রফি ও ১৫ হাজার টাকা এবং রানার্সআপ দল ট্রফি ও ১০ হাজার টাকা পুরস্কার পাবে। এছাড়া প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ, টুর্নামেন্ট সেরার জন্য ম্যান অব দ্য সিরিজ, সর্বোচ্চ উইকেট ও সর্বোচ্চ রান সংগ্রাহকের জন্যও পুরস্কার থাকবে।
সংবাদ সম্মেলনে রাজিন সালেহ বলেন, ‘এ টুর্নামেন্ট থেকে সম্ভাবনায় ক্রিকেটার খুঁজে পাবো বলে আমরা মনে করছি। এসব সম্ভাবনায় ক্রিকেটারদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে ভবিষ্যতের জন্য গড়ে তোলার চেষ্টা করবো আমরা। টুর্নামেন্টের সাথে রাহী আছে, আমি আছি, আমরা সিলেটের ক্রিকেটের জন্য, দেশের ক্রিকেটের জন্য ভালো কিছু করতে চাই।’
আবু জায়েদ চৌধুরী রাহী বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ টুর্নামেন্ট সিলেটের ক্রিকেটে ইতিবাচক ভূমিকা রাখবে। এ টুর্নামেন্টের দিকে আমাদের চোখ থাকবে। সম্ভাবনাময় ও প্রতিভাবান ক্রিকেটার পেলে আমরা তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করবো।’
সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক (সাধারণ প্রশাসন) তারেক ইসলাম জানান, মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আন্তর্জাতিকমানের মাঠ প্রস্তুত করা হচ্ছে। সিলেটে কোনো আন্তর্জাতিক ম্যাচ হলে কিংবা বিপিএলের ম্যাচের সময় এ মাঠে যেকোনো দল অনুশীলন করতে পারবে। মাঠের সাথে আন্তর্জাতিকমানের ড্রেসিংরুমও থাকবে।
সংবাদ সম্মেলনে ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, অর্থনীতি বিভাগের প্রধান ড. এএসএম ইফতেখার উদ্দিন, ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ইমরান উদ্দিন, স্পোর্টস ক্লাবের উপদেষ্টা সোহেল আহমদ, ডেপুটি রেজিস্ট্রার ও স্পোর্টস ক্লাবের উপদেষ্টা লোকমান আহমদ চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সিলেটের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের সহযোগিতা কামনা করে। একইসাথে সংবাদ সম্মেলনে আসায় তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপনও করা হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech