দুঃসময়ে বসন্তের কোকিলদের ৫ হাজার ভোল্টেজের বাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না: কাদের

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯

দুঃসময়ে বসন্তের কোকিলদের ৫ হাজার ভোল্টেজের বাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না: কাদের

ডায়ালসিলেট ডেস্ক:দুঃসময় এলে আওয়ামী লীগের বসন্তের কোকিলদের পাঁচ হাজার ভোল্টেজের বাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিপথগামীদের আওয়ামী লীগে দরকার নেই- মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক বলেন, বুয়েটে আবরার ফাহাদ হত্যাকারীর মতো কর্মী আমাদের দরকার নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বারবার কলহ সৃষ্টিকারী কর্মী আমাদের দরকার নেই। রাজশাহীতে অধ্যক্ষকে পানিতে চুবানোর মতো কর্মী আমাদের দরকার নেই। মাস্তানি করে, গডফাদারগিরি করে নেতা হওয়া যাবে না।

বিলবোর্ড-পোস্টারের নেতারা কমিটি থেকে বাদ পড়ছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘স্লোগান দিয়ে, বিলবোর্ড দিয়ে, রঙিন পোস্টার দেখিয়ে নেতা হওয়ার দিন শেষ। ঢাকার সম্মেলনে যেসব নেতার বিলবোর্ড-পোস্টার বেশি দেখা গেছে, তারা সভাপতি-সাধারণ সম্পাদক হতে পারেননি। নেতা হবে দলের শৃঙ্খলা অনুযায়ী। দলের সঙ্গে সুখে-দুঃখে যারা ছিলেন, তারা নেতৃত্বে আসবেন।

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম প্রমুখ।

0Shares