ডা.শাহ ফাহমিদা-জাকারিয়া মাহমুদ-সমীরন চন্দ্র পদোন্নতি লাভ করায় কমফোর্ট  মেডিকেল সার্ভিসেস’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯

ডা.শাহ ফাহমিদা-জাকারিয়া মাহমুদ-সমীরন চন্দ্র পদোন্নতি লাভ করায় কমফোর্ট  মেডিকেল সার্ভিসেস’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

ডায়ালসিলেট ডেস্ক :: চিকিৎসা ও সেবায় প্রদানে অসামান্য অবদান রাখায় পদোন্নতি পেয়েছেন সিলেট সদর হাসপাতালের কনসালটেন্ট  ডা.শাহ ফাহমিদা সিদ্দিকা পপি ও ডা.জাকারিয়া মাহমুদ এবং ডা.সমীরন চন্দ্র নাথ কে সংবর্ধনা প্রদান করেন কমফোর্ট  মেডিকেল সার্ভিসেস কর্তৃপক্ষ ।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কাজলশাহ কমফোর্ট  মেডিকেল সার্ভিসেস অফিস কার্যালয়ে তারা সহকারী অধ্যাপক পদে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে  পদোন্নতি লাভ করায় তাদেরকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

 

এসময় উপস্থিত ছিলেন সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক লিভার বিভাগ প্রফেসর ডা.কে.এম.জে জাকি,  সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসাপাতাল সহকারী অধ্যাপক মেডিসিন ডা. মো. মনোয়ারুল ইসলাম ভূঁইয়া, সহকারী অধ্যাপক ডা. দেবাশীষ পাল, সহকারী অধ্যাপক চর্ম -এলার্জী -যৌনরোগ বিশেষজ্ঞ ও ডার্মাটো সার্জন ডা. হিমাংশু শেখর দাস, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ডা. মো.ইসতিয়াক আলম রাসেল, ডা.মো জাকির হোসেনসহ প্রমুখ।

 

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে  চিকিৎসক নেতৃবৃন্দরা তাদের আগামী দিনে  চিকিৎসা ও সেবায় প্রদানে মাধ্যমে  দেশের জনগনের সেবাদানে সহযোগিতা করবেন বলে আশা রাখেন। তাদের জীবন সুস্থ ও সুন্দর জীবন প্রত্যাশা করেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ