তাহিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯

তাহিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ লাখ টাকার ক্ষতি

ডায়ালসিলেট ডেস্ক:সুনামগঞ্জের তাহিরপুর সদর বাজারের একটি লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকায় বাজারের পার্শ্ববর্তী গ্রামের স্থানীয় লোকজন, পুলিশ ও তাহিরপুর সদ বাজারের ব্যবসায়ীরা পানি ও বস্তা দিয়ে অনেক চেষ্টার পর রাত ঘন্টা খানেক পর আগুন নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। তবে আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত লেপ-তোষকের দোকানের মালিক তোফাজ্জল মিয়া জানান, তার দোকানে থাকা প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনা শুনে ঘটনার পর পরই ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান ও থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুর রহমান।

0Shares