প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯
ডায়ালসিলেট ডেস্ক: শহরতলীর মেজরটিলা থেকে ২ লাখ ৩৪ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার মৃত হারুন গাজীর ছেলে সিরাজ গাজী (৪৭) ও ওসমানীনগরের সাদিপুর গ্রামের বর্তমানে নগরীর মাছুমপুর এলাকার বাসিন্দা শাহজাহান মিয়ার ছেলে শাহনুর আলম সাব্বির (১৯)।
শনিবার বিকেলে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, শনিবার ভোরে মেজরটিলায় শাহপরাণ (রহঃ) থানার এসআ/এনায়েত উল্লাহ এর নেতৃত্বে চেকপোস্ট করার সময় ইসলামপুর বাজারস্থ সিলেট-তামাবিল মহাসড়কের উপর যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে সিগন্যাল দিলে আটককৃতরা পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে।
এসময় তাদের সাথে থাকা ব্যাগ থেকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রচলিত ১০০০ টাকা মূল্যমানের নোটের সাদৃশ ২৩৪টি ১০০০ টাকা মূল্যমানের জালনোট অর্থাৎ ২,৩৪,০০০/-টাকা মূল্যমানের জালনোট এবং ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech