সিলেটে ভারতের নাগরিকসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

সিলেটে ভারতের নাগরিকসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ডায়ালসিলেট ডেস্ক:ভারতের নাগরিকসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিলেট র‌্যাব-৯। রোববার (২৯ ডিসেম্বর) সিলেটের বিয়ানীবাজার থানা এলাকা থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। অপরদিকে সিলেটের জকিগঞ্জ থানা এলাকা থেকে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি সিলেট ক্যাম্প’র মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি নাহিদ হাসান ও এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে সিলেট জেলার বিয়ানীবাজার থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন। অভিযানে সিলেট জেলার বিয়ানীবাজার থানা এলাকায় থেকে ৬,৭৭৫ পিস ইয়াবা ও ০৩ টি মোবাইলসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃতরা হলো-সিলেট জেলার বিয়ানীবাজার থানার সুপাতলা গ্রামের মৃত অনিল দাসের পুত্র সুবাস দাস (৪৯)। এবং আসামের করিমগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গবিন্দ্রপুর গ্রামের মৃত অরেনদো নমো সুদরো’র পুত্র বিনন্দ নমো সুদরো (৫৯)। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে সিলেটের জকিগঞ্জ থানা এলাকা থেকে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৯। রোববার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্প’র এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকা থেকে ৭০৫ পিস ইয়াবা ও ২টি মোবাইলসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃতরা হলো- সিলেট জেলার জকিগঞ্জ থানার ফুলহাট গ্রামের আব্দুল মনিকের ছেলে মো. ময়নুল হক (২২)। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

0Shares