প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯
ডায়ালসিলেট ডেস্ক :: সিলেটসহ সারাদেশে জেএসসি ও পিএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় সিলেট শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিত সংবাদ সম্মেলনে জেএসসি ও পিএসসি পরীক্ষার পাশের হার নিশ্চিত করেন।
সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এবার বেড়েছে এ প্লাস ও পাশের হার। পিএসসিতে এবারের পাশের হার ৯২.৭৯ শতাংশ। যা গতবারের চেয়ে ১২.৯৭ শতাংশ বেশি। গত বছর পাশের হার ছিল ৭৯.৮২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭শ ৭১ জন। যা গত ২০১৮ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬৯৮ জন। এবং পিএসসি পরীক্ষায় এবার পাসের ৯৩.৪৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ১০৪ জন শিক্ষার্থী। অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ৬২ হাজার ২৪০ জন। এদিকে, ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে এ বছর সিলেটে পাসের হার ৯৩ দশমিক ২৩ ভাগ। এ পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১৯৩ জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech