প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০
স্পোর্টস ডেস্ক:ঢাকার দুই পর্ব ও চট্টগ্রাম পর্ব শেষে আজ বৃহস্পতিবার মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্ব। ঢাকার দ্বিতীয় পর্ব শেষ হয়েছিলো রাজশাহী রয়্যালস-রংপুর রেঞ্জার্স ম্যাচ দিয়ে। সেটার সঙ্গে বিস্ময়কর মিল সিলেট পর্বের। ‘চায়ের দেশে’ বিপিএলের শুরুটা হয়েছে উত্তরবঙ্গের দুই বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে। রংপুরের বিপক্ষে শেষবারের দেখায় বড় ব্যবধানে হারা রাজশাহী রবি বোপারা ও মোহাম্মদ নওয়াজের শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধরিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৯ রান করে। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রানে থামে রংপুর রেঞ্জার্স। ৩০ রনের জয়ে প্লে-অফের পথে এগিয়ে গেল রাজশাহী রয়্যালস। ম্যাচসেরা হন রবি রোপারা। হেরে প্লে-অফের পথটা কঠিন করে ফেললো রংপুর। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে রাজশাহী রয়্যালস। রান তাড়া করতে নেমে ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে রংপুর। প্রথম তিন ব্যাটসম্যান নাঈম শেখ ২৭, শেন ওয়াটসন ২ আর ক্যামেরন ডেলপোর্ট করেন ১৪ রান। টম আবেল-ফজলে রাব্বীর জুটিতে আশা জাগিয়েছিল রংপুর। তবে দলীয় ১১১ রানে আউট হয়ে যান তারা। আবেল ২৯ ও রাব্বী করেন ৩৪ রান। পরের ব্যাটসম্যানরা আর বড় ইনিংস খেলতে পারেননি। রাজশাহীর হয়ে দুটি করে উইকেট নেন শোয়েব মালিক, কামরুল ইসলাম রাব্বী ও মোহাম্মদ নওয়াজ। নিয়মিত অধিনায়ক আন্দ্রে রাসেলকে ছাড়া টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহীকে ভালো শুরু এনে দেন লিটন দাস ও আফিফ হোসেন। দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৪.৫ ওভারে পঞ্চাশ পেরিয়ে যায় রাজশাহীর ইনিংস। লিটন দাস মোস্তফিজের শিকার হয়ে ফেরেন ১৫ বলে ১৯ রান করে। চার বল পরেই মোহাম্মদ নবীর বলে স্ট্যাম্পড হন দুর্দান্ত ব্যাটিং করতে থাকা আফিফ হোসেন (১৭ বলে ৩২ রান)। দলের রান তখন ৫৩। দুই ওপেনার সাজঘরে ফেরার পর রানের গতি কমে যায় রাজশাহীর। কিন্তু শোয়েব মালিকের কার্যকরী ৩৭ রান ও পাঁচ নম্বরে নামা রবি বোপারার ফিফটিতে বড় সংগ্রহ পায় রাজশাহী। ৩ ছয় ও ৪ বাউন্ডারিতে ইংলিশ অলরাউন্ডার ২৯ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানী স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ৯ বলে ১৫ রান করে রংপুরকে বড় রানের চাপে ফেলতে সহায়তা করেন। রংপুরের পেসার মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৪১ রান খরচায় ২ উইকেট নেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech