রোহিঙ্গারা ফিরে যাক, তাদের জোর করে ফেরত পাঠাতে চাই না – ড.একে আব্দুল মোমেন

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

রোহিঙ্গারা ফিরে যাক, তাদের  জোর করে ফেরত পাঠাতে চাই না – ড.একে আব্দুল মোমেন

ডায়ালসিলেট ডেস্ক :: রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় রোহিঙ্গা শরণার্থীদের ওপর আয়োজিত এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, ‘আমরা চাই, বাংলাদেশ থেকে রোহিঙ্গারা ফিরে যাক। কিন্তু কোনোভাবেই তাদেরকে জোর করে ফেরত পাঠাতে চাই না।’

মিয়ানমার তাদের কথা রাখছে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার বারবার কথা দিয়ে কথা রাখছে না। অবশেষে এটি আন্তর্জাতিক আদালতে গড়িয়েছে।’

আন্তর্জাতিক আদালতে ন্যায়বিচারের আশা প্রকাশ করেন।সেইসাথে তিনি বলেন মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) করা গাম্বিয়ার মামলার শুনানি হয়েছে। আমরা আশা করছি, একটি উপযুক্ত রায় আসবে।’ বিশ্বের বিভিন্ন দেশ বলছে মিয়ানমারের গণহত্যা হয়েছে। এখন তারা মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।

0Shares