উত্তাল মধ্যপ্রাচ্য, কাতারে ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প বাতিল করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

উত্তাল মধ্যপ্রাচ্য, কাতারে ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প বাতিল করল যুক্তরাষ্ট্র

  স্পোর্টস ডেস্ক:মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনালের কাসেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনায় উত্তাল মধ্যপ্রাচ্য। এই হত্যাকাণ্ডের বদলা নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। ওয়াশিংটনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে।

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এ ঘটনার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে।এমতাবস্থায় কাতারে প্রশিক্ষণ ক্যাম্প বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ফুটবল দল।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের ফুটবল দলের কোচ গ্রেগ বারহল্টার কাতারে ২০ দিনের প্রশিক্ষণ ক্যাম্প করার ঘোষণা দেন। ৫ থেকে ২৫ ফেব্রুয়ারি ক্যাম্পটি হওয়ার কথা ছিল। ৩ সপ্তাহের এই ক্যাম্পের জন্য শনিবার মার্কিন ফুটবল দলের কাতার উড়ে যাওয়ার কথা ছিল।

শুক্রবার ভোররাতে সোলাইমানি গুপ্তহত্যার শিকার হওয়ার পর মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝে শনিবার মার্কিন ফুটবল সংস্থার পক্ষ থেকে কাতার ক্যাম্প বাতিলের ঘোষণা দেয়া হয়।

তথ্যসূত্র: ওয়ান ইন্ডিয়া।

0Shares