প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক:ছেড়া জামাকাপড়। মুখ, বুক-সহ সারা শরীরে আঁচড়ের দাগ। যেন কেউ চিরে দিয়েছে। রক্তাক্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অসহায় একটি মেয়ে। অভিনেত্রী বিদিতা বাগের ঠিক এরকমই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্ট করেছেন নিজেই। অঘটন নয়। তবে, আর যেন পৃথিবীর কোনও মেয়ের সঙ্গে ধর্ষণের মতো এমন অঘটন না ঘটে, সেই বার্তা দিয়েই অভিনেত্রী বিদিতার এমন উদ্যোগ।
তিনি নিজেই একটি পোস্ট করেছেন। ধর্ষণ নিয়ে চারদিক তোলপাড়। গতবছরের শেষের দিকেই হায়দরাবাদ কাণ্ডে নড়ে উঠেছিল গোটা ভারত। নির্ভয়া, কাঠুয়া, হায়দরাবাদের মতো ধর্ষণকাণ্ডের সাক্ষী থেকেছে দেশবাসী। বিশ্ব তথা দেশের কোণায় কোণায় যখন মেয়েরা যৌন লালসার শিকার হচ্ছে, তখন সেই বিষয় নিয়েই সরব হয়েছেন অভিনেত্রী বিদিতা বাগ। প্রতীকী এই পোস্টেই অভিনেত্রী আসলে বিশেষ বার্তা দিতে চেয়েছেন। চেয়েছেন নতুন দশকে নতুন চিন্তাধারা সূচিত হোক। মেক-আপ ব্যবহার করে তিনি তাই এক ধর্ষিত নারীকে তুলে ধরতে চেয়েছেন। বিদিতা তার পোস্টে বলতে চেয়েছেন, কোনও মেয়েকে স্পর্শ করা কিংবা যৌন সঙ্গমের ক্ষেত্রে তার অনুমতিই শেষ কথা। অনুমতি ব্যতীত তাকে সঙ্গমে বাধ্য করে শারীরীক খিদে মেটানোর যে প্রবণতা দিন দিন বাড়ছে, তা এবার বন্ধ হোক! আর সেজন্যই ধর্ষিতা সেজে ধর্ষণের প্রতিবাদ করলেন তিনি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech