বৈটক হচ্ছে রিসেপ তায়িপ এরদোয়ান ও ভ্লাদিমির পুতিন মধ্যে

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

বৈটক হচ্ছে রিসেপ তায়িপ এরদোয়ান ও ভ্লাদিমির পুতিন মধ্যে

আন্তর্জাতিক ডেস্ক:প্রাকৃতিক সম্পদ গ্যাস নিইয়ে বিশেষ আলোচনায় বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ও তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। আজ ইস্তান্বুলে অনুষ্ঠিত হতে যচ্ছে এই বৈঠক।

এই অনুষ্ঠানে পুতিন ছাড়াও উপস্থিত থাকবেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ, সাইবেরিয়ার প্রেসিডেন্ট আলেকজেন্ডার ভিউবিক,  আজারবাইজানের জ্বালানিমন্ত্রী পারভিজ শাহবাজ ও হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার ‍সিজ্জারতো। টার্কস্ট্রিম প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এখন তার তুরস্কে অবস্থান করছেন।

তুরস্কের সঙ্গে প্রাকৃতিক গ্যাস সরবরাহের চুক্তি করেছে রাশিয়া। টার্ক্সট্রিম নামে গ্যাস পাইপলাইনটির মাধ্যমে তুরস্কে ৩ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস রপ্তানি করবে রাশিয়া।

বৈটকে গ্যাস চুক্তি ছাড়াও সিরিয়ার ইদলিব ও লেবাননের শান্তি আলোচনা,  জেনারেল সোলাইমানি হত্যা,  ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে আল-জাজিরা। এই চুক্তির মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপুর্ণ সম্পর্ক আরও দৃড় হবে বলে আসা করছেন দুজনেই

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ