সংগীতে লুইপার এক দশক

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

সংগীতে লুইপার এক দশক

বিনোদন ডেস্ক:এই প্রজন্মের সংগীতশিল্পীদের মধ্যে সুরেলা কণ্ঠ ও অনবদ্য গায়কি দিয়ে যিনি নিজের আলাদা একটি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি জিনিয়া জাফরিন লুইপা। ২০১০ সালের ১৫ই ডিসেম্বর ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’তে চতুর্থ স্থান অধিকার করে একটু একটু করে নিজের গায়কি দিয়ে এই প্রজন্মের একজন জনপ্রিয় সংগীতশিল্পীতে নিজেকে পরিণত করেছেন তিনি। দেখতে দেখতে সংগীতে পেশাগতভাবে পথচলার এক দশকে পা রেখেছেন লুইপা। নিজের বর্তমান অবস্থান নিয়ে সন্তুষ্ট তিনি। লুইপা তার পেশাগত জীবন, ব্যক্তি জীবন দু’দিকেই পরিপূর্ণ একজন মানুষ, একজন পূর্ণাঙ্গ নারী। তার স্বামী আলমগীর হোসেন এই দেশের একজন খ্যাতিমান যন্ত্রসংগীত শিল্পী। লুইপা তার সংগীত জীবনের সাফল্যের এক দশকে পদার্পণ উপলক্ষে বলেন, প্রথমে আমি আসলে আমার নিজের জন্য, আমার বাবার জন্য গান করতাম। পরবর্তীতে সেরাকণ্ঠের মধ্যদিয়ে পেশাগতভাবে সংগীতে আমার পথচলা শুরু। প্রায় এক দশকে আমি অনেক গুণী ব্যক্তির সান্নিধ্যে এসেছি, অনেক কিছু শিখেছি। আমি বিশেষত চ্যানেল আই পরিবার, শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ইয়াসমিন ম্যাডাম, ইমন সাহা দাদার কাছে শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তারা শুরুতেই আমাকে এতদূর আসতে পারার জন্য প্লাটফরমটি তৈরি করে দিয়েছেন। তখন থেকে আজ পর্যন্ত যে যাত্রা অনেককেই পাশে পেয়েছি, অনেক বরেণ্য সংগীতশিল্পীর সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়েছি, অনেক স্বনামধন্য গীতিকবি, সুরকার, সংগীত পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। যারা আমাকে যোগ্য মনে করে আমাকে তাদের কাজ করার সুযোগ দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। অবশ্যই ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের প্রতি। মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা। লুইপা অল্প সময়ে যে তারকাখ্যাতি পেয়েছেন সেটাকে সবার ভালোবাসা হিসেবেই ধরে নেন তিনি। একেবারেই ছোট্টবেলায় যার কোলে চড়ে লুইপা গানে গানে বড় হয়েছেন তিনি প্রয়াত আব্দুল মজিদ। পরবর্তীতে ওস্তাদ এস এম বেলাল হোসেন, মো: রেজওয়ানুল ইসলামের কাছে গান শিখেছেন। তবে বগুড়া থেকে ঢাকায় এসে লুইপাকে যিনি আঁকড়ে ধরে রেখেছেন তিনি প্রিয়াংকা গোপ। লুইপার কন্ঠে জনপ্রিয়তা পাওয়া গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বেগম আখতারের ‘জোছনা করেছে আঁড়ি’ নজরুল সংগীত ‘আমার আপনার চেয়ে আপন যে’জন’, ‘জেন্টলম্যান’, ‘ঘুরে ফিরে ফিরে ঘুরে’, ‘আমার চোখের জলের মাঝে’, ‘অপরূপ বাংলাদেশ’ ইত্যাদি।

0Shares