পাকিস্তান সফর নিয়ে দুবাইয়ে আলোচনা নাজমুল-এহসানের

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

পাকিস্তান সফর নিয়ে দুবাইয়ে আলোচনা নাজমুল-এহসানের

স্পোটর্স ডেস্ক:দুবাইয়ে ইন্টারন্যাশনার ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভার ফাঁকে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে আলোচনা করবেন দুই দেশের বোর্ড প্রধান। সরকারি অনুমতি না মেলায় পাকিস্তানে দীর্ঘ সফরে যেতে পারছে না বাংলাদেশ। এখন পিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সপ্তাহেই আইসিসি সভার ফাঁকে বিষয়টি নিয়ে আলোচনা করবে বিসিবি ও পিসিবি। দুবাইয়ে এই সপ্তাহে অনুষ্ঠিত হবে আইসিসি’র গভর্নেন্স রিভিউ কমিটির সভা। সেখানেই বিষয়টি কোন দিকে যাচ্ছে তা জানা যাবে বলে পিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সভার ফাঁকে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আলোচনা করবেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। পিসিবি আরও জানিয়েছে, তারা চায় এই সফর নিয়ে বিসিবির সঙ্গে একটা সমঝোতায় আসতে। বিসিবি পাকিস্তান সফর করতে রাজি হলেও তারা চায় সফরটা হোক সংক্ষিপ্ত। প্রথমে পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি খেলে এসে পরে কোনও সময় টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল বিসিবি। পিসিবি তা গ্রহণ না করে পাল্টা প্রস্তাব দেয় বিসিবিকে। টি-টোয়েন্টি বাদ দিয়ে আগে টেস্ট সিরিজ খেলার কথা বলে তারা। দুই বোর্ডের আলোচনায় এ ব্যাপারে একটু অগ্রগতি হলেও শেষ পর্যন্ত সরকারি অনুমতি না মেলায় ঝুলে রয়েছে এই সফরের ভাগ্য।

0Shares