রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করছে বাংলাদেশ

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করছে বাংলাদেশ

ডায়াল সিলেট ডেস্ক :: ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের ইনেÍকাল করেছেন । বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার মারা যান। তার মৃত্যুতে আজ সোমবার রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করছে বাংলাদেশ।

দেশের সব সরকারি প্রতিষ্ঠান এবং দেশের বাইরে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে আজ।
রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সরকারের শোক পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তাতে বলা হয়, সোমবার দেশের সব সরকারি প্রতিষ্ঠান এবং দেশের বাইরে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সুলতান কাবুসের মৃত্যুর পর শনিবার তাঁর চাচাতো ভাই হাইসাম বিন তারিক আল-সাঈদকে ওমানের নতুন সুলতান হিসেবে ঘোষণা করা হয়েছে।

এছাড়া তাঁর মৃত্যুতে আজ সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ