নিজ হাতে পিঠা বানিয়ে সিলেটে প্রথমবারের মতো জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন করলেন : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০

নিজ হাতে পিঠা বানিয়ে সিলেটে প্রথমবারের মতো জাতীয় পিঠা উৎসবের  উদ্বোধন  করলেন : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :: নিজ হাতে পিঠা বানিয়ে সিলেটে প্রথমবারের মতো জাতীয় পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন ।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সিলেট জেলা স্টেডিয়ামের বাস্কেটবল গ্রাউন্ডে পিঠা উৎসবের উদ্বোধনী মঞ্চে নিজ হাতে পিঠা বানিয়ে এর উদ্বোধন করা হয়। এর আগে পায়রা ও বেলুন উত্তোরণের মাধ্যমে বিভিন্ন স্টলের উদ্বোধন করা হয়।
সিলেট বিভাগীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সদস্য সচিব রজত কান্তি গুপ্ত।
অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা ম হামিদ, সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ।
মঞ্চে অতিথিদের বক্তব্য শেষে মঞ্চেই পিঠা তৈরির সকল উপকরণ ও চুলা নিয়ে মঞ্চে উঠেন আয়োজকরা। পরে নিজ হাতে মালপোয়া পিঠা তৈরি করেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় পররাষ্ট্রমন্ত্রীর পত্নী সেলিনা মোমেন পররাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ