কুলাউড়ায় ভারতীয় নাগরিক আটক, অস্ত্র, প্রসাধনী ও রুপি উদ্ধার

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০

কুলাউড়ায় ভারতীয় নাগরিক আটক, অস্ত্র, প্রসাধনী ও রুপি উদ্ধার

ডায়ালসিলেট ডেস্ক:মৌলভীবাজার জেলার কুলাউড়ায় সীমান্তবর্তী এলাকায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়। আটককৃত আশিক আলীর (৩৫) বাড়ি ভারতের কৈলাশহর জেলার লক্ষীপুর থানার টিলাগাঁও গ্রামে। তার পিতার নাম মৃত ওয়াদুল্লাহ। কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত সঞ্জয় চক্রবর্তী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রবিবার (১৯ জানুয়ারি) বিকালে কুলাউড়ার আলীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রাম থেকে তাকে আটক করে। পরে রাতে তাকে কুলাউড়া থানায় পাঠানো হয়। এই ঘটনায় আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আলমগীর হোসেন বাদি হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিক আশিককে অস্ত্রসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভারতীয় প্রসাধনী এবং ভারতীয় রুপি জব্দ করা হয়। রাত সাড়ে ১০টার দিকে বিজিবির সদস্যরা ভারতীয় নাগরিক আশিককে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

0Shares