সুনামগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

সুনামগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব

ডায়ালসিলেট ডেস্ক:সুনামগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। তার নাম আহমেদ সালেহ তাবিব (১৮)।

রোববার রাত ১২টা ১০ মিনিটে জেলার সদর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৯ সিপিএসসি-৩ এর এক বার্তায় জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অপরাধে সদর এলাকায় অভিযান চালিয়ে তাবিবকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিজ্ঞাপনের ১১টি স্ক্রিনশট, মোবাইল ফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।

জানা গেছে, তাবিব দীর্ঘদিন ধরে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করতে ফেসবুকের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে আসছেন। সে কিছু ভুয়া প্রশ্ন বিক্রি করে বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনও করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

0Shares