প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক :: শিরোপাজয়ী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জয় করায় বাংলাদেশ দলকে আরও অভিনন্দন জানিয়েছেন- স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামসহ অনেকে।
বিশ্বকাপ জয়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘খেলোয়াড়দের এই মনোভাব ধরে রেখে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে।’
গতকাল রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের দেয়া ১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকা বাংলাদেশ ৪২.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিয়ে ইতিহাস গড়ে। ম্যাচ সেরা হন আকবর আলী।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech