প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক:: তুরস্কের ফার্স্ট লেডি আমিনা এরদোগান জানিয়েছেন কোনো সমাজই নারীর ক্ষমতায়ন ছাড়া অগ্রসর হতে পারবে না।
শনিবার ইসলামাবাদে পাকিস্তানের ন্যাশনাল কাউন্সিল অব আর্টসে দেয়া বক্তৃতায় তিনি বলেন, স্বাস্থ্য ও কল্যাণ পরস্পরের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে।ঠিক তেমনি তুরস্ক ও পাকিস্তান কঠিন সময়ে পরস্পরের পাশে দাঁড়িয়েছে। এছাড়াও পাকিস্তানের সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলোর সামনের সারিতে রয়েছে তুরস্ক।
এসময় তাকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করতে দেখা গেছে। আমিনা বর্তমানে স্বামী তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে পাকিস্তান সফরে রয়েছেন।
তিনি বলেন, ভবিষ্যতে যাতে শিশুরা এমন রোগে আক্রান্ত হতে না হয়, যাতে করে তাদের বাকি জীবন কষ্ট পেতে হয়।
পাকিস্তানি কর্মকর্তাদের অসাধারণ আপ্যয়নের জন্য ধন্যবাদ জানিয়েছেন আমিনা। এবারই প্রথম তিনি পাকিস্তানিদের সহায়তা করেননি। এর আগে তিনি ২০১৪ সালে তার নামে নামকরণ করা একটি হাসপাতালের উদ্বোধন করেন।
২০১০ সালে এলাকাটি ব্যাপক বন্যায় আক্রান্ত হলে স্থানীয়দের সহায়তায় তিনি তহবিলের যোগান দিয়েছিলেন। তার এই অবস্থানের কথা স্মরণেই হাসপাতালটি তার নামে নামকরণ করা হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech