প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক:: আজ (বুধবার) সিরিয়ার ইদলিব নিয়ে উত্তেজনা কমাতে মস্কোয় সমঝোতায় পৌঁছতে রাশিয়া-তুরস্কের আলোচনা ব্যর্থ হয়েছে।
মস্কোর পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তুরস্ক-রাশিয়ার এ আলোচনা ব্যর্থ হয়েছে জানিয়ে বলেন, সিরিয়ার সরকারি বাহিনী ইদলিবে আক্রমণাত্বক পদক্ষেপ নিচ্ছে। ওই অঞ্চলে তারা পূববর্তী চুক্তি বহাল রাখছিল তবে উসকানির প্রতিক্রিয়া জানাচ্ছে। জঙ্গিরা ইদলিবে সিরিয়ান ও রাশিয়ান বাহিনীর ওপর প্রতিনিয়ত আক্রমাণ চালাচ্ছে।
এদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান জানান, সিরিয়ার ইদলিবে অভিযান চালাতে প্রস্তুত রয়েছে তুরস্ক।
তিনি বলেন, উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিবে সীমান্ত অতিক্রম করে অভিযান পরিচালনা সময়ের ব্যাপার। আমাদের সব অভিযান আগের, আমরা বলছি, আমরা হঠাৎ এক রাতে আসতে পারি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech